img

অভিনেত্রী থেকে পরিচালনায় নাম লেখানো ক্রিস্টেন স্টুয়ার্ট হলিউডে অভিনেত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণের কড়া সমালোচনা করেছেন। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলচ্চিত্র শিল্পে অভিনেত্রীদের কোনো প্রকৃত এজেন্সি দেওয়া হয় না এবং তাদের অনেক সময় ‘পুতুল’ হিসেবে বিবেচনা করা হয়। 

স্টুয়ার্ট জানান, পরিচালক হিসেবে প্রথমবার নিজের সিনেমা নিয়ে কথা বলার সময় তিনি লক্ষ্য করেন- মানুষ তার সঙ্গে একজন ‘বুদ্ধিমান ব্যক্তি’ হিসেবে আচরণ করছে। তাদের থেকে অভিনেত্রী হিসেবে এমন আচরণ তিনি খুব কমই পেয়েছেন। 

তার মতে, ইন্ডাস্ট্রি পরিচালকদের অযথা এক ধরনের ‘অন্য জাগতিক ক্ষমতা’ দিয়ে বসিয়ে রাখে, আর অভিনয় শিল্পীদের বিশেষ করে অভিনেত্রীদের পেছনে ঠেলে দেয়। পুরুষ অভিনেতাদের তুলনায় নারীদের অভিজ্ঞতা বেশি খারাপ। 

নিজের পরিচালিত প্রথম ছবি ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’-এর কথা উল্লেখ করে ক্রিস্টেন জানান, অভিনেত্রী ইমোজেন পুটস ছবিটিতে তার ‘শরীর ও আত্মা উজাড় করে দিয়েছেন’। আর এই দিকটাই অভিনেত্রীদের পুতুল ভাবার ধারণাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে। 

লিডিয়া ইউকনাভিচের স্মৃতিকথা অবলম্বনে নির্মিত ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ একজন নারীর ট্রমাকে শিল্পে রূপান্তরের গল্প বলে। আট বছর ধরে নির্মাণাধীন ছবিটি ২০২৫ কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এবং সেখানে ছয় মিনিটেরও বেশি সময় ধরে উপস্থিত দর্শকের থেকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পায়। ছবিতে আরও অভিনয় করেছেন জিম বেলুশি ও থোরা বার্চ। 

এই বিভাগের আরও খবর